খবরের সময় ডেস্ক
র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন বিশ¡স্ত সূত্রের মাধ্যমে জানতে পারে যে, উত্তর বঙ্গ হতে গাঁজার একটি বড় চালান গাজীপুর মহানগরীর ভোগড়ার দিকে যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে তাৎক্ষনিক জিএমপি, গাজীপুর বাসন থানাধীন নাওজোর সাকিনস্থ মেসার্স রিয়াজ ফিলিং স্টেশন এর সামনে টাঙ্গাইল-গাজীপুর মহাসড়কের উপর অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি সংগীয় ফোর্সের সহায়তায় আসামী ১। মোঃ সুজন মিয়া(৩২), পিতা-আব্দুল মুতালিব, মাতা-মৃত আনছনা খাতুন, সাং-কমলপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, এ/পি-সাং-ভাওয়াল মির্জাপুর কলেজ পাড়া (মোস্তাফা মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-জয়দেবপুর, জেলা-গাজীপুর, ২। মোঃ আশরাফুল হাসান কামাল(২০), পিতা-মোঃ সেলিম মিয়া, মাতা-হোসনা বেগম, সাং-হরিনখোলা, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ’ দ্বয়কে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দখল হইতে ৩০(ত্রিশ) কেজি গাঁজা,০১(এক) টি কাভার্ডভ্যান এবং নগদ ২,৯০০/-টাকা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে দেশী/বিদেশী মাদক আমদানি করিয়া উক্ত পিকআপ যোগে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১৯(গ)/৩৮ ধারার অপরাধ করিয়াছে।